খেলাধুলা

আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-উইন্ডিজ

ঢাকা অর্থনীতি ডেস্ক: টেস্ট ও টি-টোয়েন্টির ব্যর্থতা ভুলে আজ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু সন্ধ্যা সাড়ে ৭টায়। ছুটিতে থাকায় এ সিরিজে থাকছেন না দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ওয়েস্ট ইন্ডিজ সফরে একের পর এক দুঃসহ হারে মানসিকভাবে ব্যাকফুটে বাংলাদেশ। ওয়ানডে সিরজে একটি জয় পারে টিম টাইগারদের উজ্জ্বীবিত করতে। ক্রিকেটের অন্য ফরম্যাটের চেয়ে ওয়ানডেতে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে। তাইতো ওয়ানডে দলকে ঘিরে প্রত্যাশা বেশি।

সুপার লিগেও বাংলাদেশ দীর্ঘসময় শীর্ষে থাকার পর কয়েকদিন আগে নেমেছে দুই নম্বরে। উইন্ডিজদের বিপক্ষে তাই ওয়ানডেতে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ।

টিম হিসেবে গত কয়েকটি ম্যাচে বাংলাদেশ ভালো খেলতে পারেনি। দলটা মানসিকভাবে ডি মোরালাইজড। এমন একটি দলকে মেন্টাললি মোটিভেড করার দায়িত্ব তামিমের।তবে ক্যাপ্টেনের ভাবনায় এসব নেই। তিনি ভাবছেন অলরাউন্ডারের ঘাটতি।

স্কোয়াডের অনেকেই চোটের কারণে ছিটকে গেছেন। সাকিব আছেন ছুটিতে। তাই গত সফরে সিরিজ জেতার স্মৃতি থাকলেও এবারে টাইগারদের সামনে চ্যালেঞ্জ।

সবশেষ সাউথ আফ্রিকার কন্ডিশনে ভালো খেলে ওয়ানডে সিরিজ জিতেছে টিম টাইগার্স। তাই এ ফরম্যাটে নিজেদের সেরাটা এবারো ধরে রাখতে মরিয়া তামিম-লিটনরা।

Related Articles

Leave a Reply

Close
Close