দেশজুড়ে

আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হয়েছে, সবাই একযোগে মত প্রকাশ করেছে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে চট্টগ্রামে এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, বাংলাদেশে থাকা ১৪ লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে ফিরিয়ে নেয়ার বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে কুটনৈতিকভাবে বিষয়টি সমাধান করা হবে। এছাড়া বিদেশিদের সাথে ভালো সম্পর্ক রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে বেশিরভাগ নিবন্ধিত দল অংশগ্রহণ করেছে। নির্বাচনকে বাধাগ্রস্ত ও প্রতিহত করতে বিএনপি আগুন সন্ত্রাস করেছে। তারা মানুষকে ভয় দেখানোর চেষ্টা করেছে, কিন্তু মানুষ মানুষ ভয় পায়নি। তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। শকুনের দোয়ায় যেমন গরু মরে না তোমনি বিএনপির অশুভ কামনায় বাংলাদেশের কিছু হবে না বলেও মন্তব্য করেন তিনি।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close