বিশ্বজুড়ে

আফগানিস্তানে তুষারপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৪

ঢাকা অর্থনীতি ডেস্ক: তীব্র তুষারপাত ও ঠান্ডায় বিপর্যস্ত আফগানিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ৭৪ এ দাঁড়িয়েছে। দেশটির কয়েকটি প্রদেশে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৩৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ অবস্থায় খাদ্য সংকটে মানবেতর জীবনযাপনের মধ্যই বৈরি আবহাওয়ায় সবচেয়ে বিপাকে পড়েছেন মানুষ।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, আফগানিস্তানের বিভিন্ন স্থানে বৃষ্টির মতো তুষার পড়ছে। বরফে ঢেকে আছে ঘরবাড়ি, রাস্তাঘাটসহ বিস্তীর্ণ এলাকা। টানা কয়েকদিনের অব্যাহত তুষারপাতে বিপর্যস্ত আফগানিস্তানের রাজধানী কাবুলসহ বেশিরভাগ প্রদেশ। সড়কে কয়েক ইঞ্চি পর্যন্ত বরফের স্তর জমে ব্যাহত হচ্ছে যান চলাচল। এতে কাজ করতে না পেরে বিপাকে নিম্ন আয়ের মানুষ।

তীব্র ঠান্ডার সঙ্গে অব্যাহত তুষারপাতে বাড়ছে মৃতের সংখ্যাও। এ ছাড়া ঠান্ডাজনিত কারণে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। শিশুর সংখ্যাই বেশি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গেল এক দশকের মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডায় কাঁপছে আফগানিস্তান। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দেশটির কিছু কিছু প্রদেশে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৩৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অব্যাহত তুষারপাতের সঙ্গে তীব্র ঠান্ডার এ পরিস্থিতি আরও বেশ কয়েকদিন থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দফতর।

Related Articles

Leave a Reply

Close
Close