দেশজুড়ে

‘দুর্নীতি বন্ধ না হওয়া পর্যন্ত শুদ্ধি অভিযান চলবে’

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দলের ভেতরে শুদ্ধি অভিযান চলছে, চলবে। যতদিন সন্ত্রাস, মাদক ও দুর্নীতি বন্ধ না হবে ততদিন এ অভিযান চলবে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘যুক্তরাষ্ট্র যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে গেছেন, যত বড় গডফাদার হোক না কেন অপরাধীদের কোনও ছাড়া নেই। খুন, ধর্ষণ, টেন্ডারবাজি এসব দুর্নীতির বিরুদ্ধে সরকার সচেষ্ট আছে। এ সমস্ত ক্ষেত্রে সরকার নির্বিকার থাকবে না। অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়ে গেছেন প্রধানমন্ত্রী।’

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট প্রসঙ্গে জানতে চাইলে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘যারা নিজেদের আড়াল করে রেখেছেন তাদের খোঁজা হচ্ছে।’

অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘যারা অপরাধী তারা আগে কে কী দল করেছে সেটি বড় কথা না। সেটি আমরা দেখছি না। এখন তারা আওয়ামী লীগের কর্মী, আমরা সে বিবেচনায় তাদের বিচার করছি।’

যুবলীগ নেতারা গ্রেফতার হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘এতে দলের কোনও ধরনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়নি বরং উজ্জ্বল হচ্ছে।’

Related Articles

Leave a Reply

Close
Close