আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ায় দু:স্থদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় গরীব ও দুঃস্থদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভিজিএফ এর চাল বিতরন শুরু হয়েছে আজ। সকালে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদ উপস্থিত থেকে কার্যক্রম শুরু করেন ত্রাণ মন্ত্রনালয়ের ত্রাণ পরিচালক মোঃ আনিছুর রহমান।

শুক্রবার (০৯ জুলাই) সকাল থেকে ধামসোনা ইউনিয়নের দুস্থ মানুষের মধ্যে চাল বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে এসময় ধামসোনা ইউনিয়ন চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, সরকারী পর্যাপ্ত অনুদান যেমন রয়েছে তেমনি বিতরণের ক্ষেত্রেও তৎপরতা আছে। পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও বিগত দিনের মতো এবারও অসহায় মানুষের সহযোগিতা করবো। বিশেষ করে করোনা মহামারিতে এই এলাকার কিন্ডার গার্টেন ও ছোট ছোট শিক্ষা প্রতিষ্ঠানের এর শিক্ষকগণ অভাব-অনটনে আছেন তাই তাদেরকে গত বছরের ন্যায় তার ব্যক্তিগত তহবিল থেকে এবারও ঈদ উপহার তাদের ঘরে ঘরে পৌছে দিবো।

এসময় আরও ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ একরামূল হকসহ স্থানীয় ইউপি মেম্বার শফি উদ্দিনসহ অন্যান্যরা।

ঈদের আগেই সাভার উপজেলার ১২ টি ইউনিয়নে গরীব ও দুঃস্থদের মাঝে মোট ১শ’ ৬৮ মেঃ টন ভিজিএফ এর চাল বিতরণ করা হবে।

Related Articles

Leave a Reply

Close
Close