আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আমের আড়ালে আশুলিয়ায় ফেন্সিডিলের চালান; আটক-২

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলের বড় একটি চালান জব্দ করেছে র‍্যাব-১ এর একটি দল। এরপর এ ঘটনায় জড়িত দুই মাদক ব্যবসায়ীকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৪জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মালেকাবানু স্কুলরোড মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলেন_ মুন্সিগঞ্জের নুরাইতলী কেওয়ার এলাকার হযরত আলী ছেলে মো. জাহাঙ্গীর ও তার সহযোগী চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার কলিপুর এলাকার মো. একরামুল হকের ছেলে মো. গোলাপ।

র‍্যাব জানায়, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক ব্যবসায়ীরা চাপাইনবাবগঞ্জ থেকে আমের আড়ালে ফেন্সিডিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। পরে অভিযান চালিয়ে আশুলিয়ার বাইপাইল এলাকায় ট্রাকসহ (ঢাকা মেট্রো ড-১৪-৭১৪৮) ৮৭১ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ সময় আমের কার্টনে বিশেষ কায়দায় লুকানো ছিল ফেন্সিডিলের চালান”

র‍্যাব আরও জানায়, “ট্রাকের চালক ও হেলপার প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, চালানটি মুন্সীগঞ্জে পৌছে দেয়ার কথা ছিল। পরে তাদের তথ্যের ভিত্তিতে রাজধানী থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।”

এ ঘটনায় চালক ও হেলপার জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যায়নি বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পূর্বথানায় র‍্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছে।

Related Articles

Leave a Reply

Close
Close