ব্যাংক-বীমা

আর্থিক খাত সংস্কারে সহায়তা করবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্ক: দেশের আর্থিক খাতে সংস্কার প্রয়োজন বলে জানিয়েছে বিশ্বব্যাংক। আর আগের মতোই বাংলাদেশকে সহায়তা করবে বিশ্বব্যাংক, এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে বিশ্বব্যাংকের চার সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ কথা জানান অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী জানান, বিশ্বব্যাংক বাংলাদেশের উন্নয়নের বড় অংশীদার। উন্নয়ন, বিনিয়োগসহ বিভিন্ন খাতে তাদের সহায়তা অব্যাহত থাকবে। দেশের উন্নয়নের স্বার্থে যেসব খাতে সংস্কার প্রয়োজন তা করা হবে।

এ সময় বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি আব্দুল্লায়ে সেক বলেন, ২০৪১ সালে উন্নত দেশ করতে বাংলাদেশের আর্থিক খাতে সংস্কার প্রয়োজন। সেই সংস্কারে বিশ্বব্যাংক প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত। এ পর্যন্ত ৫২ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বিশ্বব্যাংক। আরও ১৬ বিলিয়ন বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close