কৃষিশিল্প-বানিজ্য

‘আর করব না ধান চাষ, দেখব তোরা কি খাস’

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ‘আর করব না ধান চাষ, দেখব তোরা কি খাস’ স্লোগানকে সামনে রেখে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়সহ ১০ দফা দাবিতে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছেন কৃষকরা।

রবিবার(২৬ মে) দুপুরে বাংলাদেশ কৃষক সমিতি লালমনিরহাট জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কৃষকরা বলেন, কৃষকের ঘাম ঝরানো উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নির্ধারণ করো, শস্যবীমা চালু করো, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু করো, হাটবাজারে ধান কেনা কেন্দ্র চালু করো এবং সব কৃষি পণ্যের দাম কমাও।

বাংলাদেশ কৃষক সমিতি লালমনিরহাট জেলা শাখার সভাপতি মো. নজমুল হক খাঁজার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- বাংলাদেশ কৃষক সমিতি লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মধুসুদন রায় মধু, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা শাখার সভাপতি ময়েজুল ইসলাম ময়েজ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close