আশুলিয়াদেশজুড়েপ্রধান শিরোনাম

আশুলিয়ার তিন ফার্মেসীতে র‍্যাবের অভিযান

ঢাকা অর্থনীতি ডেস্কঃ আশুলিয়ায় বিক্রয় নিষিদ্ধ এবং মেয়াদোত্তীর্ন ওষুধ বিক্রি করায় ৩ ফার্মেসীর কাছ থেকে ২ লাখ টাকা অর্থদন্ড আদায় এবং বিভিন্ন প্রকার মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ ও ধ্বংস করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত র‌্যাবের মেজর শিবলী মোস্তফার নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান আশুলিয়ার পলাশবাড়ী ও গাজীরচট এলাকায় এ আদালত পরিচালনা করেন।

র‌্যাব-৪ জানিয়েছে, অভিযানকালে ঔষধ প্রশাসনের অনুমোদন ছাড়া বিভিন্ন নকল পণ্য তৈরীর অপরাধে মেসার্স শাহ জালাল ফার্মেসীর মালিক মো. মোশারফ হোসেনের কাছ থেকে ১ লাখ, তরুন ফার্মেসীর মালিক বরুন মিস্ত্রীর কাছ থেকে ৫০ হাজার এবং মেসার্স হাজী ছবুর মাষ্টার ফার্মেসী এন্ড স্কীন কেয়ারের মালিক মো. ইসরাফিল আলমের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও এসব ফার্মেসী থেকে বিভিন্ন প্রকার বিক্রয় নিষিদ্ধ অবৈধ ওষুধ জব্দ করা হয় এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা।

#এমএস

Related Articles

Leave a Reply

Close
Close