আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ায় আবারো প্রতারক চক্র; এবার আটক ৮, উদ্ধার ৪২

নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ার জিরানী বাজার এলাকায় অভিযান চালিয়ে চাকরি দেয়ার প্রলোভনে অর্থ আত্মসাৎকারী চক্রের ৮ সদস্যকে আটক করেছে র‌্যাব-৪। সেইসঙ্গে প্রতারনার শিকার ৪২ জনকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) র‌্যাব-৪ এর সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা বলেন, অভিযোগ পেয়ে বুধবার মেট লাইফ লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ওই ৭ জনকে আটক করা হয়। প্রতিষ্ঠানটি প্রতারণার ফাঁদে ফেলে জনসাধারণের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলো। প্রতারক চক্রটি ভূক্তভোগীদের কাছ থেকে ১৭ লাখেরও বেশি টাকা আত্মসাৎ করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

র‍্যাবের হাতে উদ্ধারকৃত ভুক্তভোগীরা

আটককৃতরা হলেন- মো. হাসান (২৭), নীল রতন দাস (২৩), মো. মেহেদী হাসান (২৫), মো. ফাহিম আহম্মেদ (২০), মো. আ. রাজ্জাক (২৪), মো. ইয়াছিন (২৮), ও মো. নুর ইসলাম ওরফে স্বপন (৪০)।

প্রতরক চক্র ভুক্তভোগীদের কাছ থেকে ১৭,০০,০০০/- (সতের লক্ষ) টাকার বেশি আত্মসাৎ করেছে।

তাদের কাছ থেকে ৩ টি সিপিইউ, ৫টি কম্পিউটার মনিটর, ২ টি মাউছ, ৩ টি কি-বোর্ড, ৮ টি মোবাইল সেট, ১০ টি বিভিন্ন রেজিষ্টার, ১ সীল, ২০ টি আইডি কার্ড, ১৭ টি ভর্তি ফরম, ২ টি মানি রিসিভ বই জব্দ করা হয়।

এর আগে ১২ ডিসেম্বর আশুলিয়ার জামগড়া থেকে চাকরির নামে প্রতারণার অভিযোগে অভিযান চালিয়ে এন ডি বি ইন্টাঃ লিঃ এবং লাইফওয়ে বাংলাদেশ (প্রা.) লিমিটেড নামে ভুয়া এমএলএম কোম্পানির সংঘবদ্ধ প্রতারক চক্রের ১২ সদস্যকে আটক করে র‌্যাব-৪ সদস্যরা। এসময় ১০৪ ভুক্তভোগীকে উদ্ধার করেছিল র‍্যাব।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close