আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ায় দুই ট্রাকে ২৫০ বস্তা পলিথিন, ৪০ হাজার টাকা জরিমানা (ভিডিও সহ )

নিজস্ব প্রতিবেদক:  আশুলিয়ায় অভিযান চালিয়ে দুই ট্রাক ভর্তি অবৈধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৩ অভিযুক্ত ব্যক্তিদের ৪০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।

বুধবার ( ১৬ অক্টোবর) বিকেলে আশুলিয়ার বাইপাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজোয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ  এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত মো. মিলন হোসেনকে ১০ হাজার, মো. সাইদুলকে ২০ হাজার ও মো. তাকবিরকে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বাপাইলে অভিযান চালানো হয়। এসময় একটি গুদাম ও দুইটি দোকান থেকে ২৫০ বস্তা অবৈধ পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত পলিথিনের আনুমানিক ওজন ১০ টন। অভিযুক্তরা এখান থেকে বিভিন্ন দোকানে পাইকারী ও খুচরা বিক্রি করে আসছিলো অবৈধ পলিথিন।

জব্দ পলিথিনগুলো পরিবেশ অধিদপ্তরের জিম্মায় দেয়া হবে। পরবর্তীতে তারা ব্যবস্থা নিবেন বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক শরিফুল আলম ও আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) এমদাদুল হক।

/আরএম

ভিডিও দেখুন: 

Related Articles

Leave a Reply

Close
Close