আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ায় পলিথিনের দোকানে অভিযান; ৩ ব্যবসায়ীকে দন্ড (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় বাপাইলে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় অন্যান্যরা পলিথিন ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়।

রবিবার (২৩ মে) বিকেল ৫ টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার কাঁচাবাজারের আড়ৎ সংলগ্ন পলিথিন মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩০০ কেজি পলিথিন জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেল (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান প্রিন্স।

তিনি বলেন, আশুলিয়ার বাইপাইলে অনেক ভাসমান ব্যবসায়ী ও ভাসমান মানুষ বাস করেন। এরকম একটি স্থানে পরিবেশের ভারসাম্য নষ্টকারী পলিথিন বিক্রি করছিলেন কিছু অসাধু ব্যবসায়ী। পরে অভিযান পরিচালনা করে ৩ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অবৈধ পলিথিন ব্যবসায়ী মুল চক্র খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি সাধারন মানুষকে সচেতন হতে হবে। যাতে করে তারা পলিথিন ব্যবহার না করেন। তাহলে এমন অসাধু ব্যবসায়ীদের পলিথিন বিক্রি ও উৎপাদন বন্ধ করা সম্ভব হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Related Articles

Leave a Reply

Close
Close