আশুলিয়াগার্মেন্টসশিল্প-বানিজ্যস্থানীয় সংবাদ

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবীতে সড়কে শ্রমিকদের বিক্ষোভ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় বকেয়া বেতন ও ভাতার দাবিতে দুটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। দুই থেকে চার মাসের বেতন না পাওয়ায় করোনা পরিস্থিতির মধ্যে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলে অভিযোগ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।

বুধবার (২৯ এপ্রিল) সকালে আশুলিয়ার জামগড়ার ওয়াল্ড ওয়ান ডেনিম লিমিটেড ও ডিইপজেডের এ ওয়ান নামে দুইটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের জন্য বিক্ষোভ করে।

পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আশুলিয়ার জামগড়ার ওয়ার্ল্ড ওয়ান ডেনিম লিমিটেড নামের একটি ধোলাই কারখানার শ্রমিকেরা গত ফেব্রুয়ারি মাস থেকে বেতন পাচ্ছেন না। বেতন ও ভাতার জন্য কয়েক দিন ধরে শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হচ্ছিলেন। কিন্তু কারখানা বন্ধ থাকায় তাঁরা বেতন বা কোনো আশ্বাস না পেয়েই ফিরে গেছেন।

এদিকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) এ ওয়ান নামের একটি পোশাক কারকানার শ্রমিকেরা বুধবার বিক্ষোভ করেছেন। তাঁরা ডিইপিজেডের সামনের সড়কে ও পরে আশুলিয়া প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে চলতি মাসসহ তাঁদের বকেয়া বেতন ও ভাতা পরিশোধের দাবি জানান।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খায়রুল মামুন বলেন, বেতন না পেয়ে শ্রমিকেরা বাসা ভাড়া ও দোকান বকেয়া পরিশোধ করতে পারছেন না। বাসা ও দোকান মালিকেরা শ্রমিকদের টাকার জন্য চাপ দিচ্ছেন। এ অবস্থায় তাঁদের সংগঠনের পক্ষ থেকে বাসা ও দোকান মালিকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে যাতে তাঁরা শ্রমিকদের এই মুহূর্তে টাকার জন্য চাপ না দেন। এ ছাড়া দুস্থ শ্রমিকদের সংগঠনের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

যোগাযোগ করা হলে ডিইপিজেডের মহাব্যবস্থাপক (জিএম) আব্দুস সোবাহান বলেন, এ ওয়ানের শ্রমিক বেতন-ভাতা পরিশোধের জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে। খুব শিগগিরই তাঁদের বেতন দেওয়ার ব্যবস্থা করা হবে।

ভিডিও দেখুন:

Related Articles

Leave a Reply

Close
Close