আশুলিয়াগার্মেন্টসশিল্প-বানিজ্যস্থানীয় সংবাদ

আশুলিয়ায় শ্রমিকদের শান্ত করে বাড়ি পাঠালো শিল্প পুলিশ

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় বকেয়া বেতন ও ছুটির টাকার দাবিতে একটি তৈরি পোশাক কারখানার ভিতরে অবস্থান নিয়ে ভাঙ্গচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। তবে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে শ্রমিকদের বাড়ি পাঠালেন শিল্প পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার নরসিংহপুর সরকারমার্কেট সংলগ্ন এলাকার মেডলার অ্যাপারেলস লিমিটেড কারখানার ভিতরে এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানায়, গত এপ্রিল মাসের বকেয়া বেতন ও ছুটির টাকা পরিশোধের কথা ছিল গত ১২ ই মে। কিন্তু ১৩ তারিখেও দেই দিচ্ছি বলে টালবাহানা করে সারা দিন কাটিয়ে দেয়। আজ বেতন ও ছুটির টাকার দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করে বিক্ষোভ করে শ্রমিকরা। কোন ধরনের আশ্বাস না পাওয়ায় শ্রমিকরা কারখানার ভিতরে ভাঙ্গচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের শান্ত করে কারখানা থেকে বের করে দেয়।

শিল্প পুলিশ জানান, অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় কারখানার বাইরে জলকামান সহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের ছত্রভঙ্গ করে বুঝিয়ে পরে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close