শিল্প-বানিজ্য

আয়কর দিবস উদ্বোধন আজ

ঢাকা অর্থনীতি ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ১৪তম আয়কর দিবসের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে এ দিবস উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইনমন্ত্রী আনিসুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন, এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।

এবার এনবিআরসহ প্রতিষ্ঠানটির ৩১টি কর অঞ্চলে একযোগে দিবসটি উদযাপন করা হচ্ছে। চলমান বৈশ্বিক কোভিড-১৯ পরিস্থিতিতে জনসমাগমের ঝুঁকি বিবেচনায় আয়কর দিবসে র‍্যালি করছে না এনবিআর। তবে দিবসটি উপলক্ষে সব আয়কর অফিস সাজানো হয়েছে।

আয়কর দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। জাতীয় আয়কর দিবসে বিভিন্ন জাতীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশের ব্যবস্থা করেছে। টেলিভিশন চ্যানেলগুলোও বিশেষ আয়োজন রেখেছে।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে আয়কর দিবস পালিত হয়ে আসছে। এর আগে প্রতিবছর সেপ্টেম্বর মাসের ১৫ তারিখে আয়কর দিবস পালন করা হতো।

২০১৬ সাল থেকে এনবিআর ৩০ নভেম্বরকে আয়কর দিবস হিসাবে পালন করে আসছে। এবারের আয়কর দিবসের স্লোগান- ‘মুজিববর্ষের অঙ্গীকার, সবাই মিলে দেব কর।’

Related Articles

Leave a Reply

Close
Close