খেলাধুলা

ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছে ভারত

ঢাকা অর্থনীতি ডেস্ক: ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছে ভারত। লন্ডনের কেনিংটন ওভালে ইংলিশদের দেওয়া ১১১ রানের মামুলি টার্গেটে ১৮ দশমিক ৪ ওভারে কোনো উইকেট না হারিয়েই পৌঁছে যায় ভারত।

৫৮ বলে ৫টি ছক্কা ৬টি চারের সাহায্যে ৭৬ রানে অপরাজিত থাকেন অধিনায়ক রোহিত শর্মা। আর শিখর ধাওয়ান অপরাজিত থাকেন ৫৪ বলে ৩১ রান করে।

এর আগে, টসে হেরে আগে ব্যাট করতে নেমে জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামির বোলিং তোপে পড়ে ইংল্যান্ড। দুই পেসারের বিধ্বংসী বোলিংয়ে রানের খাতাই খুলতে পারেননি জেসন রয়, জো রুট, বেন স্টোকস ও লিয়াম লিভিংস্টোন। ২৬ রানেই স্বাগতিকরা হারায় ৫ উইকেট।

এরপর জস বাটলারের ৩০, ডেভিড উইলির ২১ ও ব্রাইডন কার্সের ১৫ রানের কল্যাণে দলীয় সংগ্রহটা ১১০ এ নিয়ে যায় ইংলিশরা। বুমরাহ ৭ দশমিক ২ ওভারে ১৯ রানের বিনিময়ে ৬ উইকেট নেন। ওয়ানডেতে এটিই বুমরাহর ক্যারিয়ার-সেরা বোলিং। দুর্দান্ত বোলিং করেছেন মোহাম্মদ শামিও, ৩১ রান দিয়ে শিকার করেন তিন উইকেট। এছাড়া প্রশিদ্ধ কৃষ্ণা নেন একটি উইকেট।

এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

Related Articles

Leave a Reply

Close
Close