দেশজুড়ে

ইউপি আ.লীগের সম্মেলনে সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত ৫

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যান, ছাত্রলীগ নেতাসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে বিলজানি বাজারে সম্মেলন অনুষ্ঠানে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শুরু হয় দুপুরে। এ সময় স্থানীয় সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতারকে উদ্দেশ্য করে জেলা আওয়ামী লীগ সভাপতি সদর খান অনুসারী এক নেতা বক্তব্য শুরু করলে উত্তেজনা শুরু হয়।

এ সময় বাবুল আখতারের লোকজন চেয়ার তুলে হামলা শুরু করে। এতে ওসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান আনিচুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল, স্থানীয় নেতা রফিকুল ইসলামহ পাঁচ জন আহত হন। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। হামলার পর স্থানীয় এমপি সেলিম আলতাফ জর্জের হস্তক্ষেপে পরিস্থিত শান্ত হয়।

/আরকে

Related Articles

Leave a Reply

Close
Close