আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

ইউপি চেয়ারম্যানের উদ্যোগে আশুলিয়ায় খাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ সাভারের আশুলিয়ায় প্রভাবশালীদের দখলে থাকা একটি সরকারী খাল উদ্ধাররের  কাজ শুরু হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার ডেন্ডাবর পূর্বপাড়া এলাকায় কয়েক কিলোমিটার স্থানজুড়ে দখলে থাকা নলীরপাড় খালটির উদ্ধার কাজ তদারকি করেন আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম।

চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আশুলিয়ার ডেন্ডাবর পূর্বপাড়া এলাকার নলীরপাড় খালটি দীর্ঘদিন ধরে দখল করে ঘরবাড়ি নির্মাণ করে রেখেছিল। উপজেলা প্রশাসনের সহযোগিতায়  প্রথমে জরিপ করে খালের মুল অবস্থান নির্ণয় করি। আজ দুপুরে ভেকু দিয়ে খাল পাড়ের অবৈধ স্থাপনা ভেঙ্গে খালটি উদ্ধার করার কাজ শুরু করেছি। খালটি দখলে থাকায় এতদিন ওই এলাকার মানুষ সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার ডুবে থাকতো। দখলমুক্ত হলে এই সমস্যা দ্রুত সমাধান হবে। পযায়ক্রমে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ খালটি দখলমুক্ত করা হবে।

এছাড়া ইউনিয়নের আরও যত খাল দখলে রয়েছে সেগুলোও  উদ্ধার করা হবে বলেন জানান ইউপি চেয়ারম্যান।

খালটি উদ্ধারের সময় স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে মোট তিন কিলোমিটার খাল উদ্ধার করা হবে। এ উচ্ছেদ অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছে।

Related Articles

Leave a Reply

Close
Close