দেশজুড়ে

ইউপি সদস্যের বাড়ির ছাদে গাঁজা চাষ

ঢাকা অর্থনীতি ডেস্ক: কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক নারী ইউপি সদস্যের বাড়ির ছাদে গাঁজা চাষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউপি সদস্যের ছেলেকে আটক করা হয়েছে। পাশাপাশি বাড়ি থেকে ১০টি গাঁজার গাছ জব্দ করেছে পুলিশ।

আটক মোহাম্মদ মাসুদ (৪৪) উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মনিকা বেগম ও মৃত মোহাম্মদ আজিজুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নবীপুর গ্রামে ইউপি সদস্য মনিকা বেগমের বাড়ির ছাদে মাদক চাষ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই সফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ
গত রোববার (৬ মার্চ) রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ১০টি গাঁজার গাছ, মজুতকৃত গাঁজা ও বিক্রয়ের সরঞ্জাম উদ্ধার করে। পরে মোহাম্মদ মাসুদকে আটক করে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, নিজ বাড়ির ছাদে গাঁজার চাষ, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে মাসুদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার (৭ মার্চ) বিকেলে কুমিল্লা আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close