বিনোদন

ইতিহাসের সবচেয়ে খারাপ সিনেমার রেকর্ড গড়লো ‘সড়ক ২’

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মহেশ ভাট পরিচালিত এবং তার দুই মেয়ে আলিয়া ভাট ও পূজা ভাট অভিনীত সিনেমা ‘সড়ক ২’ মুখ থুবড়ে পড়েছে। দর্শক-সমালোচক সবার কাছ থেকেই একের পর এক চরম বাজে রেটিং পেয়ে রীতিমতো ইতিহাসের সবচেয়ে খারাপ সিনেমা তকমা পেয়েছে সিনেমাটি।

আইএমডিবি (ইন্টারনেট মুভি ডাটাবেস)-এ সিনেমাটি সর্বনিম্ন রেকর্ড পরিমাণ নম্বর পেয়েছে দশের মধ্যে মাত্র ১.১। অথচ এখানেই সুশান্ত সিং রাজপুতের সবশেষ সিনেমা ‘দিল বেচারা’ গড়েছিল বিশ্বরেকর্ড। অনন্য নজির গড়ে সিনেমাটি আইএমডিবি’র রেটিং পেয়েছিল ১০/১০।

ইন্ডিয়ান এক্সপ্রেস ‘সড়ক ২’র রিভিউতে এককথায় শিরোনাম করেছে, ‘অ্যা টেরিবল ফিল্ম’। আর রেটিং দিয়েছে পাঁচের মধ্যে ১ তারকা। মিড-ডে দিয়েছে ১.৫ তারকা। বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ ‘সড়ক ২’কে দিয়েছেন মাত্র ১ তারকা।

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত তুর্কি সিনেমা ‘কোড নেম: কে.ও.জেড’ ১.৩ রেটিং পেয়ে মহেশ ভাটের সিনেমার ঠিক উপরে আছে। এতদিন এটাই ছিল বিশ্বের সবচেয়ে বাজে সিনেমা। এবার সে তকমা জুটেছে মহেশ ভাটের ‘সড়ক ২’র ভাগ্যে।

এর আগে ভারতের সবচেয়ে অপছন্দের এবং বিশ্বের দ্বিতীয় নিকৃষ্ট সিনেমার ট্রেলার হিসেবে রেকর্ড গড়ে ‘সড়ক ২’।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close