বিশ্বজুড়ে

তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আভাস ইউরোপের

ঢাকা অর্থনীতি ডেস্কঃ তুরস্কের সঙ্গে বিমান পরিবহন চুক্তিসহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের আলোচনা স্থগিত করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া তুরস্ককে দেয়া তহবিলও আগামী বছর জব্দ করে দেবে তারা। আরব নিউজের খবরে এমন তথ্য জানা গেছে।

গ্যাস ও তেলসমৃদ্ধ সাইপ্রাসে তুরস্কের নৌমহড়াকে অবৈধ আখ্যায়িত করে ইউরোপীয় ইউনিয়ন এসব সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের যৌথ সিদ্ধান্ত নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার ব্রাসেলসে কূটনৈতিকরা বৈঠকে বসেছেন।

তুরস্কের সঙ্গে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ঋণ কার্যক্রমও পর্যালোচনা করে দেখতে বলা হয়েছে। খসড়া প্রস্তাব আরও বলছে, তুরস্ক মহড়া অব্যাহত রাখলে ইউরোপীয় ইউনিয়ন আরও নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close