খেলাধুলা

আগামী ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন এমবাপ্পে

ঢাকা অর্থনীতি ডেস্ক: প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে দুরন্ত সূচনার পর এবার লিগ ওয়ানের নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। আগামীকাল রোববার (৭ আগস্ট) ক্লারমেন্টের বিপক্ষে মাঠে নামবে প্যারিসের জায়ান্টরা। যদিও মৌসুম শুরুর আগেই বড় ধাক্কা খেল পিএসজি।

পেশির ইনজুরির কারণে প্রথম ম্যাচে খেলতে পারছেন না তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। এক বিবৃতিতে পিএসজির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন এমবাপ্পে।

কদিন আগে ফরাসি সুপার কাপে নঁতেকে ৪-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করেছে মেসি-নেইমাররা। আর তাতে পিএসজি জিতে নিয়েছে ১১তম সুপার কাপ শিরোপা।

এর আগে গত বছর লিলের বিপক্ষে হেরে সুপার কাপের শিরোপা খুইয়েছিল পিএসজি। সেবার লিলের কোচের দায়িত্বে ছিলেন ক্রিস্টোফ গালতিয়ের। এবার তার অধীন শিরোপা পুনরুদ্ধার করল মেসি-নেইমাররা।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close