দেশজুড়ে

চকবাজারে ১০ কোটি টাকার নকল কসমেটিকস জব্দ, ৮৫ লাখ টাকা জরিমানা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পুরান ঢাকার চকবাজারে কয়েকটি নকল প্রসাধনসামগ্রী তৈরির কারখানা ও গুদামে অভিযান চালিয়েছে র‌্যাব। সেখান থেকে ১০ কোটি টাকার নকল কসমেটিকস পণ্য জব্দ করা হয়েছে। চকবাজারেই তৈরি করে আসল পণ্যের মোড়ক ব্যবহার করে বাজারজাত করা হচ্ছে এসব পণ্য।

শনিবার (২৫ মে)  দুপুর থেকে রাত পর্যন্ত র‌্যাব-১০ এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ অভিযান পরিচালনা করেন।

র‌্যাব-১০ থেকে জানানো হয়, অভিযানে এ সময় নকল কসমেটিকস পণ্য তৈরি, সংরক্ষণ ও বিক্রির দায়ে মোট ৮৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া ১৫টি কসমেটিকসের দোকান ও ২টি গোডাউন সিলগালা এবং প্রায় ১০ কোটি টাকার নকল কসমেটিকস পণ্য জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সংবাদমাধ্যমে জানান, বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের নকল কসমেটিকস পণ্য আসল পণ্যের মোড়ক ব্যবহার করে বাজারজাত করে আসছিল দোকানগুলো। যা মানুষের ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব ব্যবহারে ক্যান্সারও হতে পারে।

র‌্যাব থেকে জানানো হয়, অসাধু ব্যবসায়ীরা বাজারের প্রসিদ্ধ ও বিদেশি কোম্পানির তৈরিকৃত সাবান, লোসন, লিপিস্টিক, নেইলপলিশ, বডিস্প্রে, পার্টি স্প্রে, ক্রিম, সুগন্ধীযুক্ত বিভিন্ন প্রকার তৈল, পাউডার ও ফেইস ওয়াশ বিএসটিআই এর নকল সিল ও কোম্পানির মোড়ক নকল করে ব্যবহার করেছে।

Related Articles

Leave a Reply

Close
Close