দেশজুড়ে

৫৫টি বিরল প্রজাতির কচ্ছপসহ আটক ১

ঢাকা অর্থনীতি ডেস্ক: বাগেরহাটের মোংলায় বিরল প্রজাতির কচ্ছপসহ মো. তৌহিদ সরদার (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা। গতকাল বুধবার (৮ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা উপজেলার দিগরাজ বাজার এলাকা থেকে তৌহিদকে আটক করা হয়। এ সময় বিক্রির জন্য সংরক্ষণ করা ৫৫টি মিঠাপানির সন্ধি প্রজাতির কচ্ছপ উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা। উদ্ধারকৃত কচ্ছপগুলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনার নিকট হস্তান্তর করেছে কোস্টগার্ড সদস্যরা।

আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার গোয়েন্দা কর্মকর্তা লে. কমান্ডার মো. হাসানুজ্জামান পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার গোয়েন্দা কর্মকর্তা লে. কমান্ডার মো. হাসানুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫টি বিরল প্রজাতির কচ্ছপসহ মো. তৌহিদ সরদার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক মো. তৌহিদ সরদারকে মোংলা থানায় এবং কচ্ছপগুলোকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনার কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close