বিশ্বজুড়ে

ইসরাইলের প্রধানমন্ত্রীর হুমকির প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগামী নির্বাচনে বিজয়ী হলে জর্ডানের উপত্যকা দখলের যে হুমকি দিয়েছেন তার প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব।

সৌদি আরব বলছে, বেনিয়ামিন নেতানিয়াহুর এমন ঘোষণা ফিলিস্তিনি জনগণের অধিকার খর্ব এবং জাতিসংঘের নীতিমালার স্পষ্ট লংঘন। একই সঙ্গে নেতানিয়াহুর ওই ঘোষণার তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করেছে সৌদি সরকার।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ বুধবার (১১ সেপ্টেম্বর) এ খবর দিয়েছে।
বুধবার সৌদি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনি জনগণের অধিকার খর্ব হয় এমন কোনো বিষয় মেনে নেয়া হবে না। ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরাইলের কোনো অপতৎপরতা সফল হবে না। (সূত্র : আল আরাবিয়া)
/আরকে

Related Articles

Leave a Reply

Close
Close