বিশ্বজুড়ে

ইসরায়েল-হিজবুল্লাহ সংঘর্ষে নিহত ১৭

ঢাকা অর্থনীতি ডেস্ক: গত ৫ মাস ধরে চলমান ইসরায়েল-হিজবুল্লাহ সংঘর্ষে সবচেয়ে রক্তক্ষয়ী দিন দেখলো লেবানন। বুধবার (২৭ মার্চ) তেল আবিবের সিরিজ হামলায় প্রাণ গেছে কমপক্ষে ১৬ জনের। জবাবে হিজবুল্লাহর ছোড়া রকেটে নিহত হয় এক ইসরায়েলি শ্রমিক। জানিয়েছে বার্তা সংস্থা এপি।

হাব্বারিয়ে অঞ্চলে রাতভর বোমা ফেলে ইসরায়েলি বাহিনী। হামলা চালানো হয় একটি প্যারামেডিক সেন্টারেও। এতে দুই হিজবুল্লাহ কমান্ডারের মৃত্যু হয়েছে, এমনটা জানায় নেতানিয়াহু প্রশাসন। সশস্ত্র গোষ্ঠীটি অভিযানের লক্ষ্য ছিল, এমনটাই দাবি করা হয়।

অন্যদিকে লেবানন বলছে, নিহতরা উদ্ধারকর্মী ছিলেন। জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি শিল্প এলাকায় একাধিক রকেট ছোড়ে হিজবুল্লাহ গোষ্ঠী। নিহত হয় এক শ্রমিক।

গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই উত্তপ্ত লেবানন-ইসরায়েল সীমান্ত। হিজবুল্লাহ সদস্যসহ এ পর্যন্ত ৩১৬ জনের প্রাণ গেছে লেবাননে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close