দেশজুড়েসাভারস্থানীয় সংবাদ

ঈদযাত্রাঃ এখনো ফাঁকা সাভার আশুলিয়ার মহাসড়কগুলো

নিজস্ব প্রতিবেদকঃ আর কদিন পরেই ঈদ। কিন্তু আজ শুক্রবার(৩১ মে) সাভার, নবীনগর, বাইপাইল পয়েন্ট ঘুরে দেখা যায় গাড়ির চাপ কিছুটা থাকলেও নেই দূরের যাত্রী ।

ঈদের আগে শেষ সাপ্তাহিক ছুটির দিন হলেও লোকাল বাসগুলোতেও ঈদের চাপ লক্ষ্য করা যায়নি। আর আন্তজেলা বাসগুলোও ঠায় দাঁড়িয়ে আছে যাত্রীর আশায়। নবীনগর থেকে দক্ষিণবঙ্গমুখী এবং বাইপাইল থেকে উত্তরবঙ্গমুখী বাসগুলো সাড়ি ধরে দাঁড়িয়ে আছে যাত্রীর আশায়। কিন্তু যাত্রী নেই।

বাইপাইলে দাঁড়ানো বগুড়াগামী এক বাস-চালকের সহকারী মহসিন বলেন, তিনঘন্টা ধরে দাঁড়িয়ে আছি কিন্তু যাত্রীর অভাবে বাস ছাড়তে পারছিনা।

শুক্রবার হলেও আজকে ভিড় নেই কারণ এখন অব্দি শিল্পাঞ্চল এলাকার চাকরিজীবীগণ ঈদের ছুটি পাননি। অনেক পরিবারের চাকরিজীবী ব্যতীত বাকি সদস্যগণ আরো আগেই ঢাকা ছেড়েছেন বলে সংশ্লিষ্টরা জানান।

তাই আজ শুক্রবার হলেও চিরচেনা রুপ হারিয়েছে বাইপাইল মোড়। নবীনগর ও সাভার বাসস্ট্যান্ডেও একই চিত্র লক্ষ্য করা গেছে। রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের প্রাচুর্যতা থাকায় সাভার-নবীনগর-বাইপাইল অঞ্চলে দুপুরের পর কোন ধরণের জ্যাম লক্ষ্য করা যায়নি।

Related Articles

Leave a Reply

Close
Close