দেশজুড়ে

ঈদযাত্রায় মহাসড়কে লক্কড়-ঝক্কড় বাস চলতে পারবে না: হাইওয়ে পুলিশ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঈদকে সামনে রেখে রাজধানীতে চলছে লক্কড়-ঝক্কড় বাস মেরামতের কাজ। গাড়ির ফিটনেস না থাকলেও বডি মেরামত আর রং করে নতুন গাড়ি হিসেবে নামানো হবে ঈদযাত্রায়।

তবে এবার এ ধরনের গাড়ি নিয়ে কেউ নির্বিঘ্নে সড়কে চলতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছে হাইওয়ে পুলিশ।

রাজধানীর আশপাশের প্রায় সব গ্যারাজেই চলছে জোড়া তালি দিয়ে ফিটনেসবিহীন ভাঙ্গাচোরা গাড়ি মেরামতের কাজ। কোনটির ইঞ্জিনে সমস্যা, কোনটির ব্রেকে।

ঈদে অতিরিক্ত যাত্রীর চাপ নেয়ার ক্ষমতা নেই নিয়মিত পরিবহনগুলোর। তাই বেশি মুনাফার জন্য বিকল্প যানের ব্যবস্থা করেন পরিবহন মালিকরা।

এদিকে হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম (পিপিএম)  বলছেন, ফিটনেসবিহীন গাড়ি সড়কে নামলে ডিজিটাল পদ্ধতিতে শনাক্ত করে ব্যবস্থা নেয়া হবে।

হাইওয়ে পুলিশের কঠোর অবস্থানই সড়কে নৈরাজ্য ঠেকাতে পারে বলে মন্তব্য করছেন বিশেষজ্ঞরা।

Related Articles

Leave a Reply

Close
Close