শিল্প-বানিজ্য

ঈদের আগেই বাজারে রসুনের দাম দ্বিগুণ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কোরবানির ঈদের আগেই বাজারে রসুনের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। খুচরা বাজারে প্রায় ৮০ টাকা বেড়ে দেশি রসুন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। আর চায়না রসুন ৬০ টাকা বেড়ে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ী ও আমদানিকারকদের দাবি, উৎপাদন কম আর চাহিদার তুলনায় আমদানি না থাকাই রসুনের দাম বাড়ার কারণ।

বছরে দেশে রসুনের চাহিদা প্রায় পাঁচ লাখ টন। কোরবানির ঈদের সময় এর চাহিদা থাকে সবচেয়ে বেশি। এই সুযোগেই প্রতিবছর ঈদের আগে দাম বাড়ে পণ্যটির।

সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান টিসিবির তথ্যমতে, গত এক বছরে দেশি রসুনের দাম বেড়েছে ১৪০ শতাংশ আর বিদেশি ১৬৫ শতাংশ।

চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানান, আমদানি কম হওয়ায় গত এক মাসে মসলাটির দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ২৫ টাকা।

রাজধানীর শ্যামবাজারের পাইকাররা কেজিপ্রতি দেশি রসুন বিক্রি করছেন ১০০ থেকে ১১০ টাকায়, আর চায়না রসুন ১৩৫ থেকে ১৪০ টাকায়।

রাজধানীর খুচরা বাজারে রসুনের দাম বেড়েছে লাগামছাড়া। কোরবানি ঈদের আগেই রসুনের অস্বাভাবিক দাম বাড়ার করণে নাভিশ্বাস সাধারণ ভোক্তাদের।

অতি মুনাফালোভীদের লাগাম টানতে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম সক্রিয় হবে, এমন প্রত্যাশা সাধারণ ক্রেতাদের।

Related Articles

Leave a Reply

Close
Close