খেলাধুলা

‘আপনি কি আমাকে মেরে ফেলতে চান?’

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চলমান বিশ্বকাপে একমাত্র সাংসদ সদস্য হিসাবে খেলছেন টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা। খেলার মাঠে যেহেতু রাজনীতির লোক তাই তাকে নিয়ে রাজনৈতিক প্রশ্ন উঠায় স্বাভাবিক।

আজ সেমিফাইনালে উঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। হাই-ভোল্টেজ এই ম্যাচে  মাঠে নামার আগে সাংবাদিক সম্মেলনে আসেন মাশরাফি।

এজবাস্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত এক ভারতীয় সাংবাদিক মাশরাফিকে প্রশ্ন  করেন, ‘আগামী ১০-১৫ বছরে আপনাকে কি প্রধানমন্ত্রী হিসেবে দেখা যেতে পারে?’ ক্রিকেটের মধ্যে রাজনীতির প্রশ্ন ওঠায় মোটেও অপ্রস্তুত হলেন না টাইগার ক্যাপ্টেন।

ভয়ডর, সংকোচ, জড়তা যার অভিধানে নেই, সেই মাশরাফিও যেন খুব লজ্জা পেলেন। চোখ মুখে রাজ্যের লজ্জা এনে রসিকতায় ভরা জবাব দিলেন, ‘আপনি কি আমাকে মেরে ফেলতে চান?’ টাইগার অধিনায়কের এমন উত্তরে হাসির রোল বয়ে যায় সংবাদ সম্মেলন কক্ষে।

বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মাশরাফি বিন মুর্তজা সংবাদ সম্মেলন করলেও ভারতীয় দলের কোনো প্রতিনিধি আজ সংবাদ সম্মেলনে আসেনি।

Related Articles

Leave a Reply

Close
Close