বিশ্বজুড়ে

ঈদের দিনে ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যু কমেছে

ঢাকা অর্থনীতি ডেস্ক: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে অনেকটা ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারতে। এ ভাইরাসে দেশটিতে হাজার হাজার মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। অক্সিজেনের অভাবে হাসপাতাল প্রাঙ্গণে অনেকের মৃত্যু হচ্ছে। ঈদের দিনে ভারতে আক্রান্ত ও মৃত্যু কমেছে।

করোনায় গত ২৪ ঘণ্টায় ভারতে ৩ হাজার ৯৯৯ জন মানুষের মৃত্যু হয়েছে। যা গতকাল এর থেকে কিছুটা কম। বৃহস্পতিবার দেশটিতে মৃত্যু হয়েছিল ৪ হাজার ১২৬ জনের। আর শুক্রবার (১৪ মে) আক্রান্ত হয়েছে ৩ লাখ ৪৩ হাজার ২৮৮ জন। যা বৃহস্পতিবারের তুলনায় প্রায় ২০ হাজার কম।

এছাড়া, আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ১২০ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৬২ হাজার ৩৫০ জনের।

Related Articles

Leave a Reply

Close
Close