বিনোদন

নির্বাচনে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ জায়েদ খানের বিরুদ্ধে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ করেছেন নির্বাচনের সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন জায়েদ খান।

জায়েদ খান সাংবাদিকদের বলেন, ‘এখানে যা হচ্ছে সব প্রকাশ্যে। সবাই ভোট চাইছে ভোটারদের কাছে। জড়িয়ে ধরছে, কথা বলছে। এটাকে তারা টাকা দেওয়া হচ্ছে বলে ভাবছেন। এগুলো ছোট মানসিকতা। ঠিক না। এ সময় চাদর সরিয়ে জায়েদ খান বললেন, টাকা কই!’

তিনি সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আপনারা সবাই এখানে দাঁড়ানো। সব দেখছেন, বুঝছেন। এখানে সিসি ক্যামেরাও আছে। এসব ভিত্তিহীন অভিযোগ তোলা ঠিক নয়। নির্বাচনের ইমেজ নষ্ট হয়।’

শুক্রবার (২৮ জানুয়ারি) বেলা পৌনে ১টায় নিপুণ সাংবাদিকদের ডেকে বলেন, ‘আমরা অনেকক্ষণ ধরেই শুনছি এফডিসির প্রবেশ পথ থেকে একটু দূরে দাঁড়িয়ে ভোটারদের টাকা দিচ্ছেন জায়েদ খান। বারবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেও এর প্রতিকার পাচ্ছি না। এ জায়গায় দাঁড়িয়ে ভোট চাওয়াই নিষেধ। এরা ভোট চাইছে, টাকা দিচ্ছে। তাই এখন আমরাও এখানে দাঁড়াব।’

সকাল নয়টায় ভোট শুরু হয়েছে। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। এবার কাঞ্চন-নিপুণ, মিশা-জায়েদ প্যানেলসহ মোট ৪৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের এই নির্বাচনে ভোটারের সংখ্যা ৪২৮ জন। নির্বাচনের প্রধান কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা শহীদুল হারুণ। তার সঙ্গে সদস্য হিসেবে আছেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। এই বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close