দেশজুড়েপ্রধান শিরোনাম

পটুয়াখালীতে বিএনপির সমাবেশে হামলা, আহত ১০

ঢাকা অর্থনীতি ডেস্ক: পটুয়াখালীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের হামলা ও বিএনপির পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির অন্তত ১০ নেতাকর্মী আহত হয়। পরে পুলিশ ৪ রাউন্ড কাঁদানি গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে ফেলা হয় এবং সাংবাদিকদের দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

আজ বুধবার (২ মার্চ) বেলা ১১টায় পৌর শহরের বনানী মোড়সংলগ্ন বিএনপি অফিসের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশ বাধা অতিক্রম করে একটি মিছিল নিয়ে সরকারি কলেজের দিকে আসতে চায় বিএনপির নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে বিএনপির নেতাকর্মীরাও পাল্টা ইটপাটকেল ছুড়লে দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।

পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close