আমদানি-রপ্তানীশিল্প-বানিজ্য

উচ্চ প্রযুক্তির পণ্য রপ্তানি; দক্ষিণ কোরিয়ার প্রতি কঠোর হচ্ছে জাপান

ঢাকা অর্থনীতি ডেস্ক: জাপান সরকার দক্ষিণ কোরিয়ায় উচ্চ প্রযুক্তির পণ্য রপ্তানিতে বিধিনিষেধ কঠোর করার ঘোষনা দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন শ্রম বিষয় নিয়ে গত বছরের শেষ থেকে দুই দেশের মধ্যেকার সম্পর্কের অবনতি ঘটে। তবে কর্মকর্তারা বলেছেন রপ্তানি বিধিনিষেধকে প্রতিশোধ হিসেবে যেন দেখা না হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে জাপানি কোম্পানিগুলোতে দক্ষিণ কোরিয়ানদের কাজ করতে বাধ্য হওয়া   শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে জাপানি কোম্পানিগুলোকে আদেশ দেয় দক্ষিণ কোরিয়ার আদালত। ধারাবাহিকভাবে রায়ের পর দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তিক্ততায় পরিণত হয়।

অর্থনীতি, বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয় বলে উচ্চ প্রযুক্তির পণ্যে ব্যবহার করা তিনটি পদার্থে কঠিন নীতি প্রয়োগ করা হবে।

এর মধ্যে অর্ধ-পরিবাহীর উৎপাদনে ব্যবহৃত উচ্চ-বিশুদ্ধ হাইড্রোজেন ফ্লুরাইড এবং স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত পদার্থও রয়েছে।

দক্ষিণ কোরিয়ায় পণ্যের প্রত্যেক জাহাজীকরণের অনুমতির জন্য চলতি মাসের চার তারিখ থেকে জাপানের রপ্তানিকারকদের আবেদন করার প্রয়োজন হবে।

এসব পণ্যের জন্য জাপানের কোম্পানিগুলোর বৃহদাকারের বাজার শেয়ার রয়েছে।

দক্ষিণ কোরিয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির বাণিজ্য এবং শিল্প মন্ত্রী এই পদক্ষেপকে অন্যায্য এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন একটি পদক্ষেপ উল্লেখ করে এর বিরুদ্ধে দেশটি অটলভাবে প্রতিক্রিয়া জানাবে বলে উল্লেখ করেন। এটি বলে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের আলোকে এই ধরণের রপ্তানি বিধিনিষেধ আরোপ করা যায় না।

Related Articles

Leave a Reply

Close
Close