দেশজুড়েপ্রধান শিরোনাম

উবার-পাঠাওয়ে যাত্রী পরিবহনে যে নির্দেশনা দিলো বিআরটিএ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মহামারি করোনাভাইরাসের পরিস্থিতিতে দুই সপ্তাহের জন্য রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার (৩১ মার্চ) বিকেলে বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার সময় নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সরকার ঘোষিত ১৮ নির্দেশনা বাস্তবায়নে এ উদ্যোগ নেয়া হয়েছে। যেহেতু গণপরিবহন আইনেও রাইড শেয়ারিং ব্যবস্থাটি রয়েছে সেহেতু এ শেয়ারিং এর মাধ্যমে যাত্রী পরিবহণে স্বাস্থ্যবিধি নিশ্চিতে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে জানান বিআরটিএ চেয়ারম্যান।

এছাড়াও, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলা ও ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনাও দিয়েছে বিআরটিএ।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close