দেশজুড়েপ্রধান শিরোনাম

এইচএসসির ‘অটোপাস’ আইনের গেজেট জারি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে অননুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করতে সংসদে পাসকৃত ৩টি সংশোধিত আইনের গেজেট জারি করা হয়েছে। এর আগে রাষ্ট্রপতি জনাব আবদুল হামিদ বিল ৩টিতে সম্মতি প্রদান করেন। রাষ্ট্রপতির সম্মতিতে ৩টি বিলই আইনে প্রণিত হয়।

সোমবার (২৫ জানুয়ারি) ‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) আইন-২০২১’, ‘বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড (সংশোধন) আইন-২০২১’ ও ‘বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড (সংশোধন) আইন-২০২১’- এর গেজেট আকারে প্রকাশ করা হয়।

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশে যে সকল আইনগত ত্রুটি ছিল তার সকল সমস্যার সমাধান শেষ হয়েছে। এই পরীক্ষার ফল প্রকাশে আর কোন বাঁধা থাকলো না। এখন যে কোনো দিন ফল প্রকাশ করা হবে। এসএসসি ও জেএসসির পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার ফল দিতে এই আইনটি পাস করা হয়।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close