বিশ্বজুড়ে

একসাথে পদত্যাগ করলেন তিন হাজার ডাক্তার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনা আক্রান্ত হলে নিজেরসহ পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা দেয়া, বৃত্তি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট ডাকেন ভারতের মধ্যপ্রদেশের চিকিৎসকরা। হাইকোর্ট তাদের এই ধর্মঘটকে অবৈধ ঘোষণা করে। প্রতিবাদে রাজ্যটির ছয়টি হাসপাতালের তিন হাজার নবীন ডাক্তার একযোগে পদত্যাগ করেছেন।

করোনা আক্রান্ত হলে নিজেরসহ পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা দেয়া, বৃত্তি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট ডাকেন ভারতের মধ্যপ্রদেশের চিকিৎসকরা। সোমবার ধর্মঘট শুরুর পর বৃহস্পতিবার মধ্যপ্রদেশের হাইকোর্ট বলেন, চিকিৎসকদের এই ধর্মঘট অবৈধ। ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ দেয়ার নির্দেশ দেন কোর্ট।

এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায় নবীন চিকিৎসকদের সংগঠন-মধ্যপ্রদেশ জুনিয়র ডক্টর এসোসিয়েশন। এরপর শুক্রবার সন্ধ্যায় রাজ্যের ছয় হাসপাতালের প্রায় তিন হাজার নবীন চিকিৎসক একযোগে পদত্যাগ করেন।

আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

এদিকে পাঞ্জাবে বেসরকারি হাসপাতালগুলোতে ১৮ থেকে ৪৪ বছর বয়সিদের টিকা দেয়ার আদেশ প্রত্যাহার করা হয়েছে। হাসপাতালগুলোতে উচ্চমূল্যে টিকা বিক্রি হচ্ছে- রাজ্যের প্রধান বিরোধী দলের এমন অভিযোগের পর এ সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

এদিকে ভারতের প্রতিবেশী দেশ নেপালে ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম একজনের মৃত্যু হয়েছে। নেপালের স্বাস্থ্য মন্ত্রী দেশটিতে দশ জনের আক্রান্তের খবর জানিয়েছেন। ভারতে হাজারো মানুষের ব্ল্যাক ফাঙ্গাস শনাক্তের পর আশেপাশের দেশেও তা দ্রুত ছড়াচ্ছে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close