দেশজুড়ে

এখন আর সংলাপের কোনো সুযোগ নেই; ওবায়দুল কাদের

ঢাকা অর্থনীতি ডেস্ক: এখন আর সংলাপের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেনআওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১৫ নভেম্বর) ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস সচিবালয়ে দেখা করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে। এ সময় যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সংলাপের আহ্বান-সম্পর্কিত চিঠি হাস তুলে দেন ওবায়দুল কাদেরের হাতে। তাঁর চিঠি পেয়ে ওবায়দুল কাদের পরে সাংবাদিকদের বলেন, ‘কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল, যারা গণতন্ত্র চর্চা করে, তারা সংলাপ চায় না, এমন কথা বলতে পারে না। কিন্তু একটা সময় আছে। আজকে নির্বাচনের তারিখ ঘোষণা হচ্ছে। আপনি সংলাপ করবেন কবে।’

তখন একজন সাংবাদিক প্রশ্ন করেন, তাহলে বর্তমান পরিস্থিতিতে সংলাপের সুযোগ আছে কি না—জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এখন আর সংলাপের কোনো সুযোগ নাই।’

তবে চিঠির বিষয়টি নিয়ে তিনি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে আলাপ করবেন বলে জানান ওবায়দুল কাদের।

পিটার হাসও আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সে সময় তিনি, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করেন। হাস বলেন, ‘আমরা এ কথা বারবারই বলে এসেছি যে যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কোনো দলের পক্ষে নেই। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের জন্য শর্তহীন সংলাপে বসার জন্য আমরা সব পক্ষের কাছে আহ্বান জানাই।’

সম্প্রতি ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে যে রাজনৈতিক সহিংস বক্তব্য দেওয়া হয়েছে, তা নিয়ে উদ্বেগের কথাও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে তুলে ধরেছেন বলে জানান পিটার হাস।

বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক গত সোমবার বিকেলে এ চিঠি পাওয়ার কথা জানান। ওই দিন বিএনপিও চিঠি পাওয়ার কথা জানায়।

Related Articles

Leave a Reply

Close
Close