বিনোদন

‘এখন তো আমি চা খাই না, কফি খাই’ (ভিডিওসহ)

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দাওয়াতে ঈমানী বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গিয়াস উদ্দিন আত-তাহেরীর নতুন একটি ওয়াজ মাহফিলের ভিডিও অনলাইনে প্রকাশ করা হয়েছে। সেখানে তিনি বলেছেন, এখন তো আমি চা খাই না, কফি খাই। কফি না থাকলে লাগবে না। এরপরও চা না….।

ওয়াজে তাহেরী বলেন, দেখেন আমি ১৭ বছর ধরে ওয়াজ করি। সম্প্রতি ‘ঢেলে দেই’, ‘কোনো হইচই আছে?’ ‘পরিবেশটা সুন্দর না?’  এসব শব্দ বা বাক্য আমি কি অন্য সেন্সে বলতে পারি? আপনাদের বিবেক তো অবশ্যই আছে। আমি তো অন্য কোনো সেন্সে বলিনি, আমি তো উপস্থিতির আলোকেই বলব। আমি শরীয়সম্মত, যেসব কুরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয় সেসব বলব। হয়তো বা আমরা কখনো আবেগতাড়িত হয়ে কখনো এসব দু-একটি শব্দ বলে ফেলি। অনেক সময় অনেকেই তো এ রকম দু-একটা কথা বলে ফেলে- তাই বলে একেবারে ধর্মীয় অনুভূতির ওপর আঘাত এটা বলা ঠিক নয়।

এর আগে তাহেরীর বিরুদ্ধে একটি মামলার আবেদন করা হয় আদালতে, সেই আবেদন খারিজ হয়ে যায়। মাজার পূজা, ওয়াজে নাচ-হাস্যরসসহ নানা অভিযোগ আনা হয় এ ইসলামী বক্তার বিরুদ্ধে।

তাহেরী এখন চা খান না, কফি খান (নতুন ভিডিও)

তাহেরী এখন চা খান না, কফি খান (নতুন ভিডিও)

Posted by Out DOor on Sunday, 22 September 2019

Related Articles

Leave a Reply

Close
Close