প্রধান শিরোনামস্বাস্থ্য

এডিস মশার লার্ভা পেয়ে ৪ হাসপাতালকে ডিএনসিসির জরিমানা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় চারটি হাসপাতালকে জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সংস্থাটির এ সংক্রান্ত তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এ তথ্য নিশ্চিত করেন।

এডিস মশার লার্ভা নির্মূলে বৃহস্পতিবার সকালে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে নগরীর উত্তরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে জসিম উদ্দিন রোডে পপুলার হাসপাতালের বেইজমেন্টে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায়  প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা এবং উইমেন মেডিক্যাল কলেজের ভেতরের ড্রেনে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে গরিব নেওয়াজ এভিনিউর লুবনা হাসপাতালকে ৩০ হাজার টাকা এবং উত্তরা ৪নং সেক্টরে জাপান কাগুচি হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close