খেলাধুলা

এবার করোনায় আক্রান্ত বিসিবি’র কোচ

ঢাকা অর্থনীতি ডেস্ক: এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভলপমেন্ট কোচ আশকুর রহমান মজুমদার।

মঙ্গলবার (১২ মে) তার করোনা পজেটিভ ধরা পরে। বর্তমানে তিনি রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

খেলোয়াড়ি জীবনে আশিকুর একজন পেস বোলার ছিলেন। ২০০২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। বর্তমানে তিনি বিসিবির কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

আশিকুর জানান, বেশ কিছুদিন যাবত তিনি ঠান্ডা জ্বরে ভুগছিলেন। সেই সঙ্গে বুকে ব্যথাও ছিল। এমন উপসর্গ নিয়েই তিনি ডাক্তারের কাছে গিয়েছিলেন। পরে রিপোর্টে বলা হয়েছে করোনা পজেটিভ।

সাবেক এই ক্রিকেটার ১৫টি প্রথম শ্রেণির ম্যাচ এবং ১৮টি লিস্ট এ ম্যাচ খেলে যথাক্রমে ৩৬ এবং ২১টি উইকেট নিয়েছেন। আশিকুর বাংলাদেশ নারী দলের এক সময়ের সহকারী কোচ ছিলেন।

Related Articles

Leave a Reply

Close
Close