তথ্যপ্রযুক্তি

এবার জর্ডানেও নিষিদ্ধ হল ‘পাবজি’ গেম

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অনলাইন গেম পাবজি নিষিদ্ধ করেছে জর্ডান। গেমটি দেশের মানুষের মনে বিরূপ প্রভাব ফেলছে-এমন কারণ দেখিয়ে দেশটির সরকার তা নিষিদ্ধ করেছে।

শনিবার (৬ জুলাই) থেকে জর্ডানের টেলিকম নিয়ন্ত্রণকারী সংস্থা নতুন আইনটি কার্যকর করা শুরু করেছে। ইতিমধ্যেই দেশের নাগরিকদের এই গেম না খেলার নির্দেশ দেয়া হয়েছে।

জর্ডানের মনোবিদরা অনেক দিন ধরেই সরকারের কাছে এমন অভিযোগ জানিয়ে আসছেন- অনলাইন গেম প্লেয়ার আননোন’স ব্যাটলগ্রাউন্ডস (পাবজি) তরুন প্রজন্মের মনে বিরুপ প্রভাব ফেলছে। বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার অবশেষে গেমটি বন্ধ করল।

ইতিমধ্যেই ইরাক, নেপাল ও ভারতের গুজরাটে পাবজি খেলা নিষিদ্ধ হয়েছে। সেই তালিকায় এবার জর্ডানের নাম যোগ হল।

পাবজি খেলার সময় যুদ্ধক্ষেত্রে একের পর এক খেলোয়াড়কে নিহত করতে হয়। বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় গেম এটি।

অনলাইনে একাধিক ব্যক্তি মিলে খেলতে হয় এই গেম। একটি নির্জন দ্বীপে অন্যদের হত্যা করে নিজেকে টিকে থাকতে হয় গেমটিতে। শেষ পর্যন্ত যে ব্যক্তি বা দল জীবিত থাকে, সে-ই বিজয়ী হয়।

Related Articles

Leave a Reply

Close
Close