তথ্যপ্রযুক্তি

এবার রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করলো গুগল

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভোটারদের প্রভাবিত করতে নির্দিষ্ট ব্যক্তি বা সম্প্রদায়কে লক্ষ্য করে কোনো রাজনৈতিক বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ জারি করল গুগল। প্রতিষ্ঠানটির ইউটিউব ও গুগল সার্চ প্ল্যাটফর্মে রাজনৈতিক প্রচার করার ক্ষেত্রে বৈশ্বিক পর্যায়ে এ বিধিনিষেধ কার্যকর হবে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গুগলে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে কঠিন শর্ত আরোপে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপের রাজনৈতিক মতাদর্শ জেনে সেই নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপকে লক্ষ্য করে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের আর সুযোগ দেবে না গুগল।

রাজনৈতিক ব্যক্তিরা তাদের নিজস্ব ভোটার তালিকা গুগল বা ইউটিউব ব্যবহারকারীদের সঙ্গে মেলানোরও সুযোগ পাবেন না।

গুগলের নতুন এ পলিসি যুক্তরাজ্যে এ সপ্তাহে কার্যকর হবে। পর্যায়ক্রমে পৃথিবীর অন্যদেশগুলোতে কার্যকর করা হবে।

তবে রাজনৈতিক ব্যক্তিরা আগের মতোই বয়স, লিঙ্গ ও স্থান টার্গেট করে তাদের বিজ্ঞাপন প্রচার করতে পারবেন।

গুগল অ্যাডের হেড অব প্রোডাক্ট ম্যানেজমেন্ট স্কট স্পেনসার বুধবার এক ব্লগ পোস্টে বলেন, নতুন শর্ত আরোপের ফলে বিভ্রান্তিকর তথ্যের জন্য রাজনৈতিক বিজ্ঞাপন খুব বেশি বাদ পড়বে বলে মনে করছি না। তবে যারা নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

গুগলের এই নীতি ফেসবুক ও টুইটারের মাঝামাঝি বলে মনে করা হচ্ছে। মার্ক জাকারবার্গ বলেছেন, তার প্রতিষ্ঠান ফেসবুক রাজনৈতিক বিজ্ঞাপনের ক্ষেত্রে সূত্র পরীক্ষা করে না। আর টুইটার বলেছে, তারা কোনো রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার করে না।

Related Articles

Leave a Reply

Close
Close