বিনোদন

‘এমন অবস্থায় আমি চেষ্টা করব এফডিসিতে আর পা না দিতে’

ঢাকা অর্থনীতি ডেস্ক: চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণার পরও ঝামেলা চলছে। শিল্পীদের মধ্যে এমন কাদা ছোড়াছুড়ি আজ এখন সারা দেশের মানুষ জানেন। আর যে কারণে আমরা সাধারণ মানুষের কাছে হাসির পাত্র হচ্ছি বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার অভিনেতা মাসুম পারভেজ রুবেল।

এর আগে গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। কিন্তু নির্বাচনে সাধারণ সম্পদকের পদটি ঘিরে তৈরি হয় নানা জটিলতা। এই পদের বিষয়ে দু’পক্ষকেই যেতে হয়েছে আদালতে। সাধারণ সম্পাদকের চেয়ার নিয়ে রীতিমতো যুদ্ধে নেমেছেন জায়েদ খান ও নিপুণ। ঝামেলা মেটাতে আদালতের দ্বারস্থ হয়েছেন শিল্পীরা। আর এসব বিষয় নিয়ে বেশ খুব্ধ একসময়ের জনপ্রিয় অভিনেতা রুবেল। এই অভিনেতা বললেন, ‘সবটা মিলিয়ে এক বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে। এমন অবস্থায় আমি চেষ্টা করব এফডিসিতে আর পা না দিতে।’

একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রুবেল বলেন, ‘অনেকবার নির্বাচন করে আমার ভালো অভিজ্ঞতা হয়েছে। সেসব নির্বাচন আমি দেখেছি। সেই তুলনায় এবারের নির্বাচনের মতো এমন নোংরামি কোনো দিনও দেখিনি। ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক ছিলাম ১২ বছর। আমি ওই পদে নির্বাচন না করলেও কেউ নির্বাচন করতেন না। কিন্তু এখন যে অবস্থা তাতে করে আমি মনে করি এটা ঠিক হচ্ছে না। সারা দেশের মানুষ এখন আমাদের নিয়ে হাসাহাসি করছে। আমি হাসাহাসির পাত্র হতে চাই না।’

তিন দশক অভিনয়ে মাত করে রাখা এই অভিনয় শিল্পী বলেন, ‘যে শিল্পের মাধ্যমে আমি রুবেল হয়েছি সেই শিল্পের উন্নয়ন আমি চাই। আমি চাই ইন্ডাস্ট্রির উন্নয়ন। সে লক্ষ্যে সংগঠন এগিয়ে যাক। যে কোনো অবস্থান থেকে আমি শিল্পীদের স্বার্থে কাজ করে যাব।’

Related Articles

Leave a Reply

Close
Close