দেশজুড়েপ্রধান শিরোনাম

স্লিপার ভেঙে তেজগাঁওয়ে আটকা পড়েছে ট্রেন

ঢাকা অর্থনীতি ডেস্ক: রাজধানীর তেজগাঁও এলাকায় এফডিসি গেট সংলগ্ন রেললাইনের স্লিপার ভেঙে গেছে। ফলে ঢাকামুখী ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

এদিকে রেল লাইনের স্লিপার ভেঙে যাওয়ায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস নামের একটি ট্রেন আটকা পড়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

জানা গেছে, ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছানোর আগে তেজগাঁও স্টেশনে আসার পর ট্রেনটি থেমে যায়। দীর্ঘ সময় অপেক্ষার পর যাত্রীরা জানতে পারেন, এফডিসি গেটে লাইনের স্লিপার ভেঙে গেছে। তাই লাইন মেরামতের আগে ট্রেন চলবে না।

দীর্ঘ সময় অপেক্ষার স্লিপার মেরামত না হওয়ায় অনেক যাত্রী তেজগাঁও স্টেশনে নেমে যেতে বাধ্য হন।

ঢাকা রেলওয়ে থানার (জিআরপি) এসআই মির্জা বলেন, এফডিসি গেটে রেললাইনের স্লিপার ভেঙে যাওয়ার বিষয়টি শুনেছি। এতে তেজগাঁও স্টেশনে আটকা পড়েছে ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেস।

/এনএ

Related Articles

Leave a Reply

Close
Close