বিশ্বজুড়ে

কনের করোনা পজিটিভ, তাই পিপিই পরে-ই বিয়ে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চিকিৎসক-নার্সদের বিশেষ সুরক্ষা পোশাক পিপিই পরেই বিয়ের আসরে বসতে হলো ভারতের এক নবদম্পতিকে।

বিয়ের দিন সকালেই কনের করোনা ভাইরাস ‘পজিটিভ’। অবশেষে বিশেষ ব্যবস্থায় সারতে হয় বিয়ের আনুষ্ঠানিকতা। পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) পরেই বিয়ে সেরেছেন ভারতের রাজস্থানের এক জুটি।

রোববার (৬ ডিসেম্বর) রাজস্থানের বড়ার কেলওয়ারা কোভিড সেন্টারে হয় এই বিয়ের অনুষ্ঠান৷ সোশ্যাল মিডিয়ায় সংবাদসংস্থা এএনআই এর শেয়ার করা এই বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে বলে জানায় ইন্ডিয়া টুডে।

মাত্র একজন অতিথি হিসাবে ছিলেন বিয়ের আসরে। আর একজন পুরোহিত বিয়ে পড়ান। তারাও পিপিই পরেছিলেন বলে জানিয়েছে বিবিসি।

বর-কনে বিয়ের ঝলমলে পোশাকের বদলে পিপিই পরলেও বরের মাথায় ছিল পাগড়ি৷ ভিডিওতে দেখা গেছে, গ্লাভস, ফেস শিল্ড পরা এই জুটি দূরত্ব বজায় রেখেই মালাবদল করাসহ বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা সেরেছেন৷

বিয়ের আসরে অতিথি বলতে ছিলেন মাত্র একজন। আর একজন পুরোহিত বিয়ে পড়ান। তারাও পিপিই পরেছিলেন বলে জানিয়েছে বিবিসি।

বিয়ের পর কনে এবং বরকেও এই কোভিড সেন্টারেই আইসোলেসনে রাখা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তা আরিফ জানিয়েছেন, কনেকে পরবর্তীতে আরও কয়েকবার কোভিড-১৯ পরীক্ষা করানো হবে এবং পরীক্ষার ফল ‘নেগেটিভ’ আসলেই কেবল তাকে স্বামীর কাছে যেতে দেওয়া হবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close