বিশ্বজুড়ে

করোনাকালে এলো মাস্ক পরোটা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দৈনন্দিন জীবনে সকালে নাস্তায় সবার প্রিয় খাদ্য পদ হচ্ছে পরোটা। সাধারণত পরোটা গোল, ত্রিকোণ বা চার কোণের হয়। তবে এবার দেখা গেল ব্যতিক্রমী পরোটার আকৃতি। করোনাভাইরাস বিস্তার রোধে কার্যকরি মাস্কের আদলে বানানো হচ্ছে ‘মাস্ক পরোটা’। এরইমধ্যে যার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভারতের তামিলনাড়ুর মাদুরাইতে টেম্পল সিটি নামের একটি রেস্তোরাঁ প্রথম মাস্ক পরোটা বানানো হয়। পরে এ আকৃতির পরোটা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। ফলে ভারতের আনাচে-কানাচে মাস্ক পরোটা বানানোর হিড়িক পড়ে।

জানা গেছে, পরোটা বানাতে দক্ষ এস সতীশ মাস্ক আকৃতির পরোটা বানিয়েছিলেন। তার ভাষ্য, মাস্ক পরোটা বানানোর পেছনে তার একটি উদ্দেশ্য ছিল। করোনাভাইরাস সম্পর্কে সচেনতা বাড়ানোর জন্য তিনি উদ্যোগ নেন। এর আগে করোনাভাইরাসের আকৃতির মতো পরোটার ছবিও সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে। সূত্রঃ জি নিউজ

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close