বিশ্বজুড়ে

‘করোনাশূন্য’ নিউজিল্যান্ড

ঢাকা অর্থনীতি ডেস্ক: নিউজিল্যান্ডে বর্তমানে কোনো করোনা রোগী নেই বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ফেব্রুয়ারির ২৮ তারিখের পর এই প্রথম দেশটি ‘করোনাশূন্য’ (জিরো অ্যাকটিভ কেইস) হল।

নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অ্যাশলে ব্লুমফিল্ড বলেছেন, সর্বশেষ যে ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল তিনি এখন উপসর্গমুক্ত। এছাড়া আমরা করোনার বিরুদ্ধে চলমান সতর্কতা অব্যাহত রাখবো।

এদিকে আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, নিউজিল্যান্ডে মোট ১ হাজার ৫০৪ জন করোনা রোগী পাওয়া যায়। এর মধ্যে ২২ জন মারা গেলেও বাকি ১ হাজার ৪৮২ জন সুস্থ হয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত মোট ২ লাখ ৯৪ হাজার ৮৪৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।

এছাড়া বিশ্বে করোনাভাইরাসে মারা গেছেন ৪ লাখ ৬ হাজার ১৯২ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ৭০ লাখ ৯১ হাজার ৬৩৪ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৩১ লাখ ৭০ হাজার ৬২৮ জন চিকিৎসাধীন এবং ৫৩ হাজার ৭৫৩ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close