করোনাদেশজুড়েপ্রধান শিরোনাম

করোনায় আক্রান্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন করোনায় আক্রান্ত হয়েছেন। এ কারণে নাইজারে অনুষ্ঠেয় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে পারেননি তিনি। তার আজ নাইজারের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।

বুধবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওআইসি সম্মেলনে যাওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের করোনা পরীক্ষা করা হয়। তার শরীরে করোনার কোনো লক্ষণ না থাকলেও পজেটিভ এসেছে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবের রিয়াদে বাংলাদেশের দূতাবাস, অর্থাৎ ওআইসিতে বাংলাদেশের স্থায়ী মিশনের কর্মকর্তাদের একটি দল এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বলে সিদ্ধান্ত হয়েছে৷

পররাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের পরামর্শ মেনে বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন।

এছাড়াও নাইজার সফর উপলক্ষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের করোনা পরীক্ষা করা হলে তারও পজিটিভ ফলাফল আসে। তিনিও চিকিৎসকের পরামর্শ মেনে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close