করোনাদেশজুড়েপ্রধান শিরোনাম

করোনায় দেশে একদিনে রেকর্ড ৬৬৫ আক্রান্ত, মোট আক্রান্ত ৯৪৫৫

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৭৭ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে ৬৬৫ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা এখন পর্যন্ত একদিনের আক্রান্তের পরিসংখ্যানে রেকর্ড। এ নিয়ে সারাদেশে মোট ৯৪৫৫ জন করোনা রোগী শনাক্ত হলো।

রোববার(৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনা করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ৩২টি প্রতিষ্ঠানে ৫ হাজার ৩৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো ৬৬৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪৫৫ জনে।

আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ জন। এদের মধ্যে একজন রংপুরে এবং অন্যজন নারায়ণগঞ্জে মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৭৭ জনে। সারাদেশের হাসপাতাল থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে জানা গেছে যে, মোট ১০৬৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে, ঢাকা বিভাগেরই ৬২৪ জন ও অন্যান্য বিভাগের মোট ৪৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ঢাকা মেট্রোপলিটন হাসপাতালগুলো বাদে ঢাকা বিভাগের মধ্যে ২৭২ জন, চট্টগ্রামে ৭২ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ৬ জন, বরিশালে ২৯ জন, সিলেটে ২ জন, রংপুরে ২৫ জন ও ময়মনসিংহ থেকে ৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close